নগরে অরণ্য
- পারভেজ আনোয়ার - জীবনাঞ্জলি ২৮-০৪-২০২৪

আমি অতি অপ্রয়োজনীয়ভাবে আধুনিক... রোজ ভাবি আর জীবনের চাহিদা বাড়াবো না, ধীরে ধীরে পথে নেমে ধুলোয় মিশে অমর হয়ে যাবো অথচ ফিসপ্তাহ সংসারে কোনো না কোনো নিত্য নতুন গ্যাজেট প্রযুক্ত হচ্ছে, ভেজিটেবল গ্রেটারস, ফ্রুট ব্লেন্ডার, মাইক্রোওয়েভ আভেন কত সহজে জটিল করে তুলছে আমার জীবন... লেপ্তিওয়ালা লাটিমের জায়গা আজ ফিজেট স্পিনারের দখলে সেলুলয়েডের খয়েরি ফিতা, রোল ফিল্ম আর চাঁচের লংপ্লে আজকে ফ্ল্যাশকার্ড আর ব্লু-রেতে মলিন বউচি, গোল্লাছুট আর সাতচাড়ার চঞ্চল শৈশব আজ এক্সবক্সে বন্দী মেসেঞ্জার আর সোশ্যাল নেটওয়্যার্কের খপ্পরে প্রায়শই প্রেম বিপন্ন... প্রজাপতি ধরার অযান্ত্রিক বিকেলগুলো খুব মনে পড়ে... জিহ্বাগ্র দিয়ে প্রেমের চিঠির খাম আটকানোটাও হাউজহোল্ড আর এরিয়া ওয়াইফাই-এ ঘেরাও জীবনে... মাঝে মাঝেই কোন কোন দিন সময় সময় অবাক চোখে আমি সমতল পৃথিবীর উপর আমার ছায়াটাকে শুধু খর্ব থেকে খর্বতর হতে দেখি অপেক্ষায় থাকি কবে নিঃশেষ হতে হতে একদিন কৃষ্ণগহ্বর হয়ে যাবো... উত্তর ঢাকা বাংলাদেশ ২০/১২/২০১৭/বুধবার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
২১-১২-২০১৭ ২৩:২৪ মিঃ

বাস্তব জীবনের মাধুর্যপূর্ন গাঁথুনি